World

সেনার পোশাকে তালিবান হামলা, মৃত ৫০ আফগান সৈনিক

Published by
News Desk

গায়ে আফগান সেনার পোশাক। ফলে কেউ অবিশ্বাস করেনি। বরং সেনার মধ্যেই মিশে ছিল সেই ভয়ংকর ৬ জঙ্গি। যারা তাদের বন্দুকের নল থেকে ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে ৫০ জন আফগান সৈন্যকে শেষ করে দিল এক লহমায়। আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন বেশ কয়েকজন আফগান সেনা। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের বাল্খ প্রদেশের মাজার-এ-শরিফ-এ।

শুক্রবারের প্রার্থনায় অংশ নিয়েছিলেন বহু আফগান সেনা। অভিযোগ ঠিক সেই সময়েই সেনার পোশাকে সেনা বাহিনীর সঙ্গে মিশে থাকা ৬ তালিবান জঙ্গি এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। প্রার্থনা শেষ করে মসজিদ থেকে বার হওয়ার সময়েই আফগান সেনার ওপর গুলিবর্ষণ হয়। এরপর আহত সৈন্যদের নিয়ে যাচ্ছে একথা বলে চেকপোস্টেও হামলা চালায় জঙ্গিরা। গ্রেনেডও ছোঁড়ে তারা। পরে আফগান সেনার পাল্টা গুলিতে ১ জঙ্গি প্রাণ হারায়। বাকি ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Share
Published by
News Desk