World

একা বাজারে যাওয়ায় মহিলার মুণ্ডচ্ছেদ!

Published by
News Desk

বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে একা বাজারে গিয়েছিলেন। এই ছিল তাঁর ‘অপরাধ’! অপরাধের ‘শাস্তি’ও পেয়েছেন তিনি! এক্কেবারে তালিবানি নিয়ম মেনে! ৩০ বছরের ওই মহিলা একা বাজার যাওয়ায় একে ৪৭-এর বেয়নেট দিয়ে তাঁর মুণ্ড ধর থেকে আলাদা করে দিয়েছে তালিবান ঘনিষ্ঠ এক ব্যক্তি। শিউরে ওঠার মত ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের সর-এ-পল প্রদেশের লতি গ্রামে। চরমপন্থি ইসলামিস্ট গোষ্ঠী তালিবানদের নিয়ন্ত্রণে রয়েছে এই গ্রাম। ওই মহিলার স্বামী কর্মসূত্রে ইরানে থাকেন। তাঁর কোনও সন্তানও নেই। বাড়ির অন্যদের সঙ্গে তিনি লতি গ্রামেই থাকতেন।

তালিবান নিয়ম হল কোনও মহিলা একা বাড়ি থেকে বার হবেন না। বার হতে হলে সঙ্গে তাঁর পরিবারের একজন পুরুষ সদস্যকে থাকতেই হবে। কিন্তু বাড়িতে কাউকে না পাওয়ায় সেই নিয়ম অগ্রাহ্য করে গত সোমবার বাজার গিয়েছিলেন ওই মহিলা। সেই অপরাধের শাস্তি দিতে মুণ্ডচ্ছেদ করে দেওয়া হল ওই মহিলার। এদিকে ওই মহিলার মুণ্ডচ্ছেদে তাদের কোনও হাত নেই বলে পাল্টা দাবি করেছে তালিবান।

Share
Published by
News Desk