Categories: World

নিরীহ পণবন্দিদের হত্যা করল তালিবান জঙ্গিরা

Published by
News Desk

৩০ জন সাধারণ মানুষকে মঙ্গলবার সন্ধ্যায় পণবন্দি বানিয়েছিল তালিবান জঙ্গিরা। বুধবার তাদের সকলকে নৃশংসভাবে করল তারা। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের ঘোর এলাকায়। এখানে বেশ কিছুদিন ধরেই আফগান সেনা ও তালিবান জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে।

আফগান সেনার দাবি, মঙ্গলবার তাদের ছোঁড়া গুলিতে প্রাণ হারায় ২ তালিবান কমান্ডার। যাদের বিরুদ্ধে সরকার বিরোধী কাজের তালিকা যথেষ্ট লম্বা। সেনার দাবি, ২ কমান্ডারের হত্যার প্রতিশোধ নিতেই তালিবান জঙ্গিরা কাপুরুষের মত ৩০ জন সাধারণ মানুষকে হত্যা করেছে। যদিও এ ব্যাপারে তালিবানের তরফে কোনও কিছু পরিস্কার করে জানান হয়নি।

Share
Published by
News Desk