World

খতম ২০ জঙ্গি, ধ্বংস জঙ্গি ঘাঁটি

Published by
News Desk

২০ জন জঙ্গিকে খতম করল আফগান সেনা। সেইসঙ্গে তারা গুঁড়িয়ে দিয়েছে একটি তালিবান ঘাঁটি। আফগানিস্তানের সারি পুল প্রদেশে রবিবার বড়সড় সাফল্য পেয়েছে আফগান সেনা। বিভিন্ন জায়গায় বিস্ফোরণ করানো বা পুলিশের থানা বা সেনা ছাউনিতে হামলার ঘটনাও ঘটিয়েছে তালিবানরা। এবার আফগান সেনার পাল্টা হানায় টালমাটাল হল তারা।

তালিবান নিকেশে আফগান সেনার হানা, ছবি – আইএএনএস

আফগানিস্তানের সায়াদ জেলার বহু গ্রাম তালিবানরা দখল করে বসেছিল। সেসব গ্রামের অনেকগুলি থেকেই তালিবানদের হঠাতে সক্ষম হয়েছে সেনা। গত ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার তালিবান ঘাঁটি লক্ষ্য করে হানা দিচ্ছিল আফগান সেনা। তারই সুফল মিলেছে।

তালিবানের সাথে আফগান সেনার গুলির লড়াই, ছবি – আইএএনএস

ফেব্রুয়ারি থেকে লাগাতার হানায় আফগান সেনার সঙ্গে বিভিন্ন জায়গায় তালিবান জঙ্গিদের গুলির লড়াই হয়। এই লড়াইয়ে ১ সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে। আরও এক আফগান সেনা গুরুতর আহত হয়েছেন। এদিকে তালিবানদের উৎখাত করে অন্য গ্রামগুলিও নিজেদের দখলে নিতে এখনও হানা জারি রেখেছে আফগান সেনা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts