World

ডেরা লক্ষ্য করে বিমানহানা, মৃত ২৯ জঙ্গি

Published by
News Desk

একেবারে তালিবান ডেরা লক্ষ্য করে বিমানহানা চালাল আফগান সেনা। বড়সড় সাফল্যও পেল তারা। আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে এই হানা হয়। বিমানহানায় মৃত্যু হয় ২৯ জন তালিবান জঙ্গির বলে দাবি করেছে আফগান সেনা। যারমধ্যে ২৭ জন আফগানিস্তানের নাগরিক, বাকি ২ জন ইরানের। এই হানায় ২ তালিবান কমান্ডারের মৃত্যু হয়েছে। ঘটনায় ২৩ জন তালিবান আহত হয়েছে।

আফগানিস্তানে ২০১৫ সালের পর দেশের সুরক্ষায় দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নেয় আফগানিস্তানের সেনা ও পুলিশ। ফলে আফগানিস্তানে সুরক্ষার দায়িত্বে থাকা মার্কিন ও ন্যাটো সেনা ফিরে যায়। কিন্তু দেখা গেছে তারপর থেকে আফগান সেনা ও পুলিশের ওপর আক্রমণের মাত্রা চড়িয়েছে তালিবানরা। পাল্টা আক্রমণও কম হচ্ছেনা। বিমানহানার ঘটনা তারই নিদর্শন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts