World

৪ জঙ্গিকে হত্যা করল তাদেরই বিরোধী জঙ্গি গোষ্ঠী

Published by
News Desk

লোহাই কাটল লোহা। এতদিন আফগানিস্তানে তালিবান ও আফগান সেনার মধ্যে গুলির লড়াইতে মৃত্যু খবর হচ্ছিল। শুক্রবার কিন্তু সে দেশের একটি প্রদেশের পুলিশ প্রধান অন্য খবর জানালেন। আফগানিস্তানের পারওয়ান প্রদেশের জবল সেরাজ জেলার কাদির খিল গ্রাম। এখানেই এক ব্যক্তির কাছ থেকে তাঁর গাড়ি ছিনিয়ে নিয়ে এক অজানা জায়গার দিকে যাচ্ছিল প্রদেশের চিফ অফ দ্যা মিলিটারি কমিশন অফ তালিবান মোল্লা কাদির। তালিবান কমান্ডার কাদিরের সঙ্গে ছিল আরও ৩ জন তালিবান জঙ্গি।

পুলিশের দাবি, সেসময়ে কাদিরের বিরোধী তালিবান গোষ্ঠীর জঙ্গিরা তাদের রাস্তায় আক্রমণ করে। গুলির লড়াই হয়। সেখানেই মৃত্যু হয় কাদির সহ ৩ তালিবান জঙ্গির। আফগান পুলিশের ধারণা কাদিরের মৃত্যু তালিবানদের জন্য একটা বড় ধাক্কা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts