National

দূষণ কাড়ছে জৌলুস, ফর্সা রংয়ে হলদে ছোপ

প্রতিদিন দূষণ কেড়ে নিচ্ছে জৌলুস। মানুষের ভিড়ে হাঁপিয়ে উঠছে তার শরীর। ফর্সা ধবধবে রংয়ে পড়েছে হলুদে ছোপ। যত্নই এখন একমাত্র ভরসা।

আগ্রা : তার আরও যত্নের দরকার। মানুষ ও দূষণ তাকে প্রতি নিয়ত হেনস্থা করে চলেছে। তার জৌলুস কেড়ে নিচ্ছে। এই অত্যাচার সহ্য করার পরিস্থিতিতে সে নেই। তাই এগিয়ে আসতে হবে শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের। যাঁরা রক্ষা করবেন তাকে। সেইসঙ্গে রক্ষা করবেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যকে।

যমুনার তীরে ঐতিহাসিক শহর আগ্রা। সেই মোগল আমল থেকে বহু ইতিহাসের সাক্ষী থেকেছে এই শহর। দেখেছে রাজনৈতিক পট পরিবর্তন নানা সময়ে। তবে তাতে কোনও আক্ষেপ রয়ে যায়নি তার। কারণ সে পেয়েছে এমন একটি উপহার যা পৃথিবীর নামি দামি শহরের কাছেও নেই।

সাদা মার্বেল পাথরের ওপর অপূর্ব কারুকার্যে ঢাকা তাজমহল শাহজাহান আর মমতাজের ভালবাসার শেষ স্মৃতি হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে আগ্রার গর্বিত বুকের ওপর। কিন্তু প্রশ্ন আর কতদিন তাজমহল তার শ্বেতশুভ্র মহিমা নিয়ে বিরাজ করতে পারবে? চারিদিক থেকে দৃশ্যমান ও অদৃশ্য শত্রুরা যে আস্তে আস্তে গ্রাস করতে শুরু করেছে এই অবর্ণনীয় সৌন্দর্যের প্রতিমূর্তিটিকে।

১৯০০ খ্রিস্টাব্দে তাজমহল, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

রোজ হাজারে হাজারে মানুষ আসেন তাজমহল দর্শনে। একঝলক দেখার পরই তাঁদের কোথাও খটকা লাগে। প্রশ্ন করে বসেন গাইডকে, তাজমহল কি হলুদ হয়ে যাচ্ছে দিন দিন? গাইডরা এর উত্তর জানেন। এ সত্যি সকলেরই জানা।

বহু বছর ধরেই পরিবেশবিদ, সংরক্ষকরা গলা ফাটাচ্ছেন তাজমহলের ভেঙ্গে পড়া স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার জন্য। প্রতিদিন মানুষ ও পরিবেশের দ্বারা অত্যাচারিত হচ্ছে এই স্মৃতিসৌধ।

বাড়তে থাকা তাপমাত্রা, পাশের রাজ্য রাজস্থান থেকে উড়ে আসা বালির ঝড় ও সর্বোপরি ধুঁকতে থাকা দূষিত যমুনা চারিদিক থেকে ক্ষতিগ্রস্ত করেছে তাজমহলকে। তার ওপর তো আছেই গাড়ির বোঝা।

গোটা আগ্রা শহরে লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করে। যমুনা এক্সপ্রেসওয়ে খুলে যাওয়ার পর গাড়ির চাপ আরও বেড়েছে। ফলে তা থেকে দূষণ মিশছে বাতাসে।

এর সঙ্গে তাজমহল দেখতে ভিড় করেন দূরদূরান্তের মানুষ। এত মানুষের ভার আর সহ্য করতে পারছে না সপ্তদশ শতাব্দীর মার্বেল পাথরের এই স্মৃতিসৌধ।

সুপ্রিম কোর্ট, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল নানা নির্দেশ দিলেও সরকার যমুনার দূষণ কমানো ও জলের গতি নিয়ন্ত্রণের জন্য জোরাল কোনও ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন সবুজ বিপ্লবী শ্রবণ কুমার সিং। তাঁর মত আরও অনেক পরিবেশবিদই তাজমহলের আশেপাশের মারাত্মক দূষিত পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র উদ্যোগে মুলতানি মাটি দিয়ে গোটা স্থাপত্যটিকে পরিস্কার করা হয়েছে কয়েকবার। প্রতি শুক্রবার সাবান জলে ধোয়া হয় গোটা তাজমহলকে। তবু দিন দিন নিজের পরিচিত শুভ্রতা হারিয়ে ফেলছে তাজ। আগামীদিনে যমুনা দূষণ ও বায়ুদূষণ কমানোর ব্যবস্থা না করলে ভারতের এই অন্যতম গর্ব অচিরেই হারিয়ে ফেলবে তার জৌলুস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025