World

এশিয়ার প্রথম দেশ হিসাবে সমলিঙ্গ বিবাহ আইনসিদ্ধ হল তাইওয়ানে

Published by
News Desk

সমলিঙ্গ বিবাহে ছাড়পত্র দিল তাইওয়ানের সাংবিধানিক আদালত। এই রায়ের ফলে তাইওয়ানই হল এশিয়ার প্রথম দেশ যেখানে সমলিঙ্গ বিবাহ আইনসংগত রূপ পেল। দীর্ঘদিন ধরেই সেখানে সমলিঙ্গ বিবাহকে আইনসিদ্ধ করার লড়াই চালাচ্ছিল বিভিন্ন এলজিবিটি সংগঠন। অবশেষে তাদের লড়াই সফল হল।

এদিন রায় দানের পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাইওয়ানের এলজিবিটি গোষ্ঠীর সদস্যরা। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে সে দেশের ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি সরকার। তাইওয়ানে অনেকদিন ধরেই এলজিবিটি গোষ্ঠীভুক্তদের একটি বার্ষিক প্যারেড অনুষ্ঠিত হয়। ভারতেও কয়েকবছর আগে সমলিঙ্গে বিবাহ আইনসিদ্ধ করার প্রচেষ্টা হয়েছিল। তবে ২০১৩ সালে সেই আবেদন নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট।

Share
Published by
News Desk
Tags: Taiwan

Recent Posts