Categories: World

তাইওয়ানে ভূমিকম্প, মাত্রা ৬.১

Published by
News Desk

ফের ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। কম্পনের মাত্রা ছিল ৬ দশিমক ১। কম্পনের কেন্দ্র ছিল তাইওয়ান সমুদ্রতট থেকে ৯০ কিলোমিটার দূরে সমুদ্রের ২৪০ কিলোমিটার গভীরে। মাঝারি মাত্রার কম্পন অনুভূত হওয়ার পরই আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন লোকজন। তবে আতঙ্ক ছড়ালেও বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর নেই। তাইওয়ানের রাজধানী তাইপেতে বাড়ি বা অফিসের পাশাপাশি কম্পনের আতঙ্ক ছড়ায় খোদ পার্লামেন্টেও। এদিকে বিশ্বের সর্ববৃহৎ চিপ তৈরির কেন্দ্র তাইওয়ান। একদিনের জন্যও সেখানে উৎপাদন ব্যাহত হলে তার বড় প্রভাব পড়বে বৈদ্যুতিন যন্ত্রের উৎপাদনে। যদিও কম্পনের কারণে চিপ উৎপাদন ব্যাহত হয়নি বলেই জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

Share
Published by
News Desk