World

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ২২, আহত ১৭১

Published by
News Desk

লাইনচ্যুত হয়ে গেল হাইস্পিড ট্রেন। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ২২ জনের, আহতের সংখ্যা ১৭১। রবিবার ঘটনাটি ঘটেছে তাইওয়ানে।

উদ্ধার কাজে ব্যস্ত উদ্ধারকর্মীরা, ছবি – আইএএনএস

ট্রেনটি ৩৬৬ জন যাত্রীকে নিয়ে প্রবল গতিতে ছুটে যাচ্ছিল। স্থানীয় সময় বিকেল ৪টে ৫০ নাগাদ প্রবল বেগে ধাবমান ট্রেনটি তাইওয়ানের উত্তরপূর্বের রাজ্য ইলানয়ে বেলাইন হয়ে যায়। ট্রেনটির ৮টি বগি পালটি খেয়ে যায় রেললাইনের একটি টার্নে। কয়েকটি বগি গিয়ে ধাক্কা মারে লাইনের পাশে থাকা কংক্রিটের থামে।

লাইনের টার্নে দুর্ঘটনার কবলে পড়া ট্রেনটি, ছবি – আইএএনএস

ঘটনার পর প্রায় ১২০ জন সেনার সাহায্য নিয়ে উদ্ধারকারীরা ট্রেন থেকে সমস্ত যাত্রীকে উদ্ধার করতে সমর্থ হন। আহত ও গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাইওয়ান সরকার দুর্ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Taiwan

Recent Posts