Entertainment

বিকিনিতে ছবি, ট্যুইটারে সমালোচিত তাপসী পান্নু, পাল্টা যোগ্য জবাব

Published by
News Desk

ক্রিকেটার থেকে অভিনেত্রী। ট্যুইটারে একটু কম পোশাকে ছবি পোস্ট করলেই একদল মানুষের সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁদের। তারই সাম্প্রতিক উদাহরণ অভিনেত্রী তাপসী পান্নু। তাঁর ছবি ‘জুড়ওয়া টু’ মুক্তির অপেক্ষায়। তার আগে সমুদ্র তীরে বিকিনি পরিহিতা অবস্থায় ২টি ছবি ট্যুইটারে পোস্ট করেন তাপসী। আর তাতেই এক ব্যক্তি ট্যুইট করেন। ট্যুইটটিতে তিনি লেখেন, এ দেশে বাক স্বাধীনতা আছে, তো বাকি পোশাকটা না রেখে খুলে ফেললেই হয়, যা দেখে তোমার ভাই নিশ্চয়ই গর্বিত হবেন।

এই ট্যুইট দেখার পর তার উত্তরটা তাপসীই দেন। তাপসী পাল্টা লেখেন, তাঁর ভাই নেই, নাহলে তিনি অবশ্যই তাঁকে জিজ্ঞেস করে উত্তর দিতেন, তাই এখনকার মত বোনের উত্তর চলবে তো?

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk