Entertainment

লকডাউনে খারাপ এসি সারাতে তাপসী পান্নুর টিপস

করোনার জেরে লকডাউনে এসি মেশিনটি খারাপ হয়েছে অভিনেত্রী তাপসী পান্নুর। অগত্যা একদম হাতুড়ে রাস্তায় হাঁটলেন তাপসী পান্নু।

Published by
News Desk

মুম্বই : শুরু দক্ষিণ ভারতীয় সিনেমা দিয়ে। কিন্তু এখন তিনি বলিউডের প্রথমসারির নায়িকা। লকডাউনে সকলের মত তিনিও ঘরবন্দি। এদিকে তার মধ্যেই তাঁর বাড়ির এসি মেশিনটি খারাপ হয়েছে। তা দিয়ে টপটপ করে জল পড়ে চলেছে। আবার এসি মেকানিক যে ডাকবেন তারও উপায় নেই। কারণ এখন কাউকে বাড়িতে ঢুকতে দেওয়াও যাচ্ছেনা। তাহলে কী করা যায়? তাপসী নিজের মত করে একটি রাস্তা বার করেছেন।

সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন তাপসী। সেখানে দেখা যাচ্ছে এসি মেশিনটি কয়েকটি দোপাট্টা দিয়ে জড়ানো। আর মেশিনটির তলায় একটি বালতি সেট করা। যাতে জল টপটপ করে পড়লেও, তা মেঝে জুড়ে ছড়িয়ে না পড়ে। এমন এক ঘরোয়া উপায় বার করে আপাতত এসি থেকে জল ছড়ানো থেকে রেহাই পেয়েছেন অভিনেত্রী।

তাপসী জানিয়ে দিয়েছেন যে এটি যেন কেউ সাজানো মনে না করেন। এটাই হয়েছে। একজন অভিনেত্রীকেও যখন এসি মেশিন নিয়ে এমন ভুগতে হচ্ছে, সেখানে তামাম ভারতের বহু মানুষ এতে নিজেদের সান্ত্বনা দেওয়ার রাস্তা খুঁজে পেয়েছেন। কারণ লকডাউনে অনেকের বাড়িতেই এমন বৈদ্যুতিন জিনিস কাজ করা বন্ধ করেছে। সমস্যায় পড়তে হয়েছে তাঁদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts