World

সিরিয়ায় ফের বিমান হানা, মৃত ৫৩

Published by
News Desk

সিরিয়ায় এক বিমান হামলায় বেশ কয়েকটি শিশুসহ কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। আহত ৯০ জনেরও বেশি। দেশের উত্তরে অবস্থিত একটি মার্কেটে এই আক্রমণ চালানো হয়। আলেপ্পো প্রদেশের পশ্চিমে অবস্থিত আতারেবের একটি বাজারে কমপক্ষে ৩ দফা বিমান হামলা চালানো হয়েছে। মার্কেটের পাশে থাকা একটি পুলিশ স্টেশনও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিরক্ষা কর্মীরা সঙ্গে সঙ্গে এলাকায় গিয়ে আহতদের সরাবার ব্যবস্থা করেন। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ৫টি শিশু ও ৩ জন মহিলা ছিলেন। যদিও এই বিমান হানার পিছনে সিরিয়া সরকার রয়েছে কিনা তা এখনও পরিস্কার নয়। তবে সিরিয়ায় বিদ্রোহী ও জঙ্গি ডেরা নিশানা করে বিমান হানা চলছে। রাশিয়া থেকে সিরিয়া সরকার নিজে এই হানা চালাচ্ছে। একটা সময় মার্কিন ও ব্রিটিশ বিমানও জঙ্গি ডেরা লক্ষ্য করে হামলা চালায়। যার ফল শুধু জঙ্গিদেরই নয়, সাধারণ মানুষকেও ভুগতে হয়েছে।

Share
Published by
News Desk