Entertainment

জনপ্রিয় অভিনেত্রীর স্নানের জল দিয়ে তৈরি হল সাবান, কিনতে ক্রেতার ভিড়

তিনি জনপ্রিয় অভিনেত্রী। সুন্দরী এই অভিনেত্রীর স্নানের জল দিয়ে এবার সাবান তৈরি করে সকলকে চমকে দিল একটি সাবান প্রস্তুতকারী সংস্থা।

Published by
News Desk

সাবান তো স্নানের সময়ের অবশ্য প্রয়োজনীয় একটি বস্তু। নানা সাবানের বিজ্ঞাপনও নজর কাড়ে। তেমনই একটি সাবানের বিজ্ঞাপনের শ্যুটিং চলছিল। যেখানে এক জনপ্রিয় অভিনেত্রীকে বিজ্ঞাপনের মুখ করেছিল সাবান প্রস্তুতকারী সংস্থা।

তিনি একটি বাথটবে স্নান করছেন। আর ব্যবহার করছেন সেই সাবান যেটির বিজ্ঞাপনের শ্যুটিং চলছিল। এমন তো অনেক সাবানের বিজ্ঞাপনেই অনেক অভিনেত্রীকে দেখতে পাওয়া গেছে।

কিন্তু এক্ষেত্রে রথ দেখা আর কলা বেচার প্রবাদ মাথায় রেখেই বোধহয় একটু অন্যভাবে ভাবে ওই সংস্থা। বিজ্ঞাপনের শ্যুট তো হয়ই। এদিকে ওই অভিনেত্রী যে বাথটবের জলে স্নান করতে করতে ওই বিজ্ঞাপনের শ্যুটিংটি করেন সেই বাথটবের জল সংরক্ষিত করে রাখা হয়।

হলিউড তারকা মার্কিন অভিনেত্রী সিডনি সুইনি এই বিজ্ঞাপনে অভিনয় করেন। তাঁর স্নান করা এই জল দিয়ে এবার সাবান তৈরি করে ফেলে ওই সাবান প্রস্তুতকারী সংস্থা। নাম দেয় সিডনিস বাথওয়াটার ব্লিস।

ডক্টর স্কোয়াচ নামে পুরুষদের সাবান প্রস্তুতকারী ওই সংস্থার এই অভিনব ভাবনা রীতিমত হইচই ফেলে দেয়। অভিনেত্রী যে জলে স্নান করে বিজ্ঞাপনের শ্যুটিং করেন সেই জল দিয়ে তারা লিমিটেড এডিশন সাবান তৈরি করে তা অনলাইনে বিক্রি জন্য দেয়।

বলা বাহুল্য সুন্দরী অভিনেত্রীর স্নানের জল দিয়ে তৈরি সেই সাবান বিক্রি হতে সময় নেয়নি। সাবান পিছু ৮ ডলার খরচ করতে কার্পণ্য করেননি কেউই।

যদিও সমালোচনাও হয়েছে। অনেকে আবার কারও স্নান করা জল দিয়ে সাবান ব্যবহার আদৌ স্বাস্থ্যকর কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন। তবে ওসব সমালোচনায় বিক্রিতে ভাটা পড়েনি।

Share
Published by
News Desk