SciTech

সূর্যের তেজে সূর্যের আরও কাছে, উচ্চতায় রেকর্ড গড়ল অভিনব বিমান

এতো সূর্যের তেজেই বলীয়ান হয়ে সূর্যের আরও একটু কাছে যাওয়া। অন্যদিকে মাটি থেকে আরও একটু দূরে। উচ্চতায় রেকর্ড গড়ল এক অভিনব বিমান। রেকর্ড গড়লেন তার পাইলটও।

Published by
News Desk

২০১০ সালে একটা রেকর্ড তৈরি হয়েছিল। সেদিন সূর্যের তেজে বলীয়ান এক বিমান পৌঁছেছিল ৩০ হাজার ২৯৮ ফুট উচ্চতায়। সে রেকর্ড যে ভাঙা যাবে তাও নিশ্চিত ছিলেননা কেউ। কিন্তু সে রেকর্ড এতদিন পর ভেঙে গেল।

সুইৎজারল্যান্ডের সিওন বিমানবন্দর থেকে এক ঐতিহাসিক উড়ান সেই রেকর্ড ভেঙে দিল। সূর্যের তেজেই শক্তিধর বিমান সোলার স্ট্র্যাটোজে চড়ে বসেন ওই দেশেরই পাইলট রাফায়েল ডোমজান।

সোলার পাওয়ার বা সৌরশক্তি চালিত সেই বিমান নিয়ে এরপর তিনি উপরে উঠতে থাকেন। এভাবে তিনি পৌঁছে যান ৩১ হাজার ২৩৭ ফুট উচ্চতায়। এর আগে কোনও সৌরশক্তি চালিত অর্থাৎ সোলার পাওয়ারে চলা বিমান ওই উচ্চতা ছুঁতে পারেনি।

বিমানটি ৫ ঘণ্টা ৯ মিনিট আকাশে ছিল। এরপরই ১৫ বছরের রেকর্ড ভেঙে তৈরি হয় নতুন রেকর্ড। যা অবশ্যই আগামী দিনের বিমান যাত্রার পথ প্রশস্ত করছে।

সোলার পাওয়ারকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করে বিমান চালানোর পথ আরও প্রশস্ত করতে চাইছেন বিজ্ঞানীরা। সেই রাস্তায় এই সাফল্য আরও একধাপ এগিয়ে দিল।

সুইৎজারল্যান্ডের পাইলট ডোমজান যে শুধু এই রেকর্ড তৈরি করলেন তা নয়, তাঁর চূড়ান্ত লক্ষ্য অনেক উঁচু। তিনি এভাবে পৌঁছতে চান ১০ হাজার মিটারের ওপর। যা ফুটের হিসাবে হয় ৩২ হাজার ৮০৮ ফুট।

ডোমজানের ইচ্ছা তিনিই ওই উচ্চতা ছোঁয়া প্রথম ব্যক্তি হবেন, যিনি সৌরশক্তি চালিত কোনও বিমান নিয়ে ১০ হাজার মিটারের উচ্চতা ছুঁয়ে ফেলবেন। আপাতত এটাই পাখির চোখ করেছেন তিনি।

Share
Published by
News Desk
Tags: Switzerland