বরফের তলায় ইলিয়াস মেয়ার, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @guinnessworldrecords
বর্তমানে একটা ট্রেন্ড বিশ্বজুড়েই বেশ সাড়া ফেলেছে। যাকে বলা হচ্ছে কোল্ড বাথ। বরফ শীতল জল বা বরফের টুকরোর মধ্যে কিছুক্ষণ কাটানো। এটা শরীরের জন্য ভাল বলেই শোনা যায়। কিন্তু সেটা কয়েক মিনিটের জন্যই সম্ভব।
এক ভারোত্তোলক যুবক কিন্তু ওসব সামান্য সময়ের তোয়াক্কা না করে বরং এমন কিছু করে ফেললেন যা বিশ্বে নয়া নজির গড়ে ফেলল। সুইৎজারল্যান্ডর ওই যুবক ইলিয়াস মেয়ার বরফের স্তূপের মধ্যে ঢুকে পড়লেন। তাঁর পুরো শরীরটা বরফে চাঁইতে ঢাকা পড়ে গেল।
বেরিয়ে রইল কেবল মুখটা। তাঁর গোটা দেহটা তখন বরফ চেপে ধরেছে। পরনে তাঁর কেবল একটি সাঁতারের পোশাক। ওই অবস্থায় তিনি স্থির হয়ে রইলেন। বরফের চাঁই সারা শরীর চেপে ধরায় তিনি নড়তে চড়তেও পারছিলেননা।
আর ওই অবস্থায় তিনি কাটালেন ২ ঘণ্টা ৭ সেকেন্ড। অবিশ্বাস্য শোনালেও এটা তিনি করে ফেলেন। ইলিয়াস পরে জানান ঠান্ডা তাঁকে অত কষ্ট দিচ্ছিল না, যতটা তাঁর সারা শরীরকে চেপে ধরা বরফের নানা আকারের চাঁই দিচ্ছিল। কারণ সেই বরফের খণ্ড এমনভাবে তাঁর কাঁধ ও কনুই চেপে ধরেছিল যে ইলিয়াসের যন্ত্রণা হচ্ছিল।
প্রসঙ্গত আগে এভাবে বরফের মধ্যে সরাসরি শরীরের সংস্পর্শে কাটানোর রেকর্ড ছিল পোল্যান্ডের এক বাসিন্দার। যিনি ১ ঘণ্ট ৪৫ মিনিট ২ সেকেন্ড এভাবে বরফের মধ্যে কাটান। ২০২২ সালে তৈরি সেই রেকর্ড ইলিয়াস ভেঙে দিলেন ২০২৫ সালে।