World

খনিতে মিলল বিরল রংয়ের হিরে, দাম কত উঠতে পারে জানলে অবাক হবেন

হিরে তো খনিতেই পাওয়া যায়। সেই খনি থেকেই বেরিয়ে এল এক বিরল রংয়ের হিরে। যার রংয়ের কারণে তার দাম পৌঁছতে পারে অস্বাভাবিক অঙ্কে। সংখ্যাটা চমকে দেবে।

হিরে নিয়ে মানুষের কৌতূহল যেমন অপরিসীম, তেমনই তা নিজের সম্পদ হিসাবে চান সকলেই। হিরে কাছে থাক বা না থাক, তার চেহারা সম্বন্ধে বিলক্ষণ জানেন সকলে। ঝলমলে হিরের দ্যুতি চোখ ধাঁধিয়ে দেয়। তবে চেনা পরিচিত হিরের রংয়ের বাইরেও কয়েকটি রংয়ের হিরে পাওয়া যায়। এমন অন্য রংয়ের হিরে সর্বদাই বিরল।

দক্ষিণ আফ্রিকার একটি হিরের খনি থেকে একটি এমন হিরে পাওয়া গিয়েছে যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। আর সেটা তার রংয়ের জন্য। হিরেটির রং নীল।


এমন নীল ছটায় চোখ ঝলসে দেওয়া হিরে বিশ্বে অতি বিরল। হিরেটির নাম দেওয়া হয়েছে মেডিটেরানিয়ান ব্লু ডায়মন্ড বা ভূমধ্যসাগরীয় নীল হিরে। বিরল রংয়ের হিরেটির দামও বিরলই হবে, সেটাই স্বাভাবিক।

হিরেটি জেনেভায় এই মাসের শেষেই নিলাম হতে চলেছে। নিলাম সংস্থা মনে করছে এটির দাম ২০ মিলিয়ন ডলার যা ভারীয় মুদ্রায় ১৭১ কোটির কাছে পৌঁছবে। এই বিপুল অঙ্কে হিরেটির দাম ওঠার কারণ তার রং।


ওই নীল রংটির জন্যই হিরেটির দাম এমন এক বিপুল সংখ্যা ছুঁতে পারে বলে ধারনা। এই মেডিটেরানিয়ান ব্লু ডায়মন্ড নামে নীল হিরেটি ১০ ক্যারেটের।

রঙিন হিরের দাম সব সময়ই বেশি ওঠে। কারণ তা সহজে পাওয়া যায়না। এই হিরেটিও সেই দলেই পড়ে। এখন দেখার হিরেটির দাম সত্যিই কোথায় পৌঁছয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button