World

টাকা চুরি করতে জীবন বাজি রেখে ৮ হাজার ফুট খাড়াই পাহাড়ে চড়ল চোররা

চুরি করার জন্য যে কেউ এমনভাবে জীবনের ঝুঁকি নিতে পারে তা কয়েকজন চোরের কাণ্ড না দেখলে বোঝা যেত না। ৮ হাজার ফুট একদম খাড়াই পাহাড়ে তারা চড়ল টাকা চুরি করতে।

Published by
News Desk

রীতিমত পোড় খাওয়া পর্বতারোহী ছাড়া এ পাহাড়ে চড়া সকলের কম্ম নয়। এ পাহাড় একদম খাড়াই ওপরের দিকে উঠে গেছে। পাহাড়ে চড়তে গেলে ওই খাড়াই বেয়ে উঠতে হবে। একটু এদিক ওদিক হলেই নিচে গভীর খাদে নিশ্চিত মৃত্যুর হাতছানি। যাঁরা কিছুটাও পর্বতারোহণ জানেন তাঁরাও এ পাহাড়ে চড়ার ঝুঁকি নেন না। সেই পাহাড়ের ওপরে থাকে একটি দান পাত্র।

পর্বতারোহণ করে ওই পর্যন্ত যে হাতে গোনা পর্বতারোহী পৌঁছতে পারেন তাঁরা ওই দান পাত্রে অর্থ দান করে যান। যাতে সুইস আল্পসের একটি পর্বতারোহণ রুটের যত্ন নেওয়া সম্ভব হয়।

সেখানে অর্থ প্রদান হয়ও। সেই দান পাত্র ফাঁকা হয়ে গেল রাতারাতি। তাও আবার দান পাত্র ভেঙে সব অর্থ চুরি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, এই পাহাড়ে ওঠার জন্য রীতিমত অভিজ্ঞ পর্বতারোহী হতে হবে।

তার মানে চোররা অভিজ্ঞ পর্বতারোহী। দান পাত্র ভাঙার জন্যও প্রয়োজনীয় জিনিসপত্র তারা নিয়ে উঠেছিল ওই খাড়াই ৮ হাজার ফুট।

যেখানে ওঠার জন্য শুধু ইস্পাতের তারই ভরসা। আর নাহলে নিশ্চিত মৃত্যু। ভিয়া ফেরেতা নামে এই সুইস আল্পসে ওঠার সাহসই অনেকে দেখান না। চোররা চুরি করার জন্য ওঠার সাহস দেখাল।

আপাতত চোরদের খোঁজ চলছে। এই এত ঝুঁকি নিয়ে তারা ৫০০ সুইস ফ্রাঁ চুরি করেছে বলে মনে করা হচ্ছে। যা ভারতীয় মুদ্রায় ৫০ হাজার টাকাও পুরো নয়।

Share
Published by
News Desk
Tags: Switzerland

Recent Posts