Business

১ বছরে ১ লক্ষ টাকার কন্ডোম কিনলেন এক ব্যক্তি, সামনে আনল জনপ্রিয় ডেলিভারি সংস্থা

মাত্র ১ বছরে কেবল ১ লক্ষ টাকার কন্ডোমই কিনেছেন এক ব্যক্তি। ভারতের অন্যতম শহরের বাসিন্দা ওই ব্যক্তির এই কেনাকাটার কথা প্রকাশ করেছে একটি বিখ্যাত অনলাইন ডেলিভারি অ্যাপ।

অনলাইনে এখন মানুষ প্রায় সবই কিনছেন। দোকানে যাওয়ার ঝামেলা নেই। সময় নষ্ট নেই। ঘরে বসেই পৌঁছে যাচ্ছে প্রয়োজনীয় জিনিস। তাও আবার নির্দিষ্ট সময়ের মধ্যেই। তাই ক্রমশ অনলাইনে কেনাকাটার প্রতি মানুষের ঝোঁক বাড়ছে।

চেন্নাই শহরের বাসিন্দা এক ব্যক্তি অনলাইনে গত ১ বছরে ১ লক্ষ ৬ হাজার ৩৯৮ টাকা খরচ করেছেন কেবল একটিমাত্র জিনিস কেনার জন্য। আর সেই বস্তুটি হল কন্ডোম। বছরের বিভিন্ন সময় মিলিয়ে সাকুল্যে ২২৮ রকমের কন্ডোমের প্যাকেট অর্ডার করেছেন তিনি।

১ বছরে এত কন্ডোম! অনলাইনে একটি সংস্থার কাছ থেকেই এই কন্ডোমগুলি অর্ডার করেন তিনি। ফলে সুইগি ইন্সটামার্ট নামে ওই অনলাইন সংস্থার কাছে পুরো রেকর্ডই ছিল। তারা সেটাই সামনে এনেছে এ বছরের অবাক করা কেনাকাটা মানুষের সামনে তুলে ধরতে।

সংস্থা এটাও জানিয়েছে গত সেপ্টেম্বর মাসে তাদের কন্ডোমের অর্ডার অনেকটা বৃদ্ধি পায়। এক সেপ্টেম্বরেই ২৪ শতাংশ বৃদ্ধি পায় তাদের কন্ডোমের অর্ডার।

তবে শুধু কন্ডোম বলেই নয়, তাদের থেকে মানুষ একটিমাত্র জিনিসে বিপুল টাকা খরচ করার কিছু অন্য খতিয়ানও তুলে ধরেছে সংস্থাটি। সেই তালিকায় ব্লুটুথ স্পিকার থেকে আইফোন সবই রয়েছে।

তবে যেটা সবচেয়ে বেশি করে মানুষকে অবাক করেছে তা ওই চেন্নাইয়ের বাসিন্দার লক্ষাধিক টাকার কন্ডোম কেনা। যা নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *