World

কাজের ফাঁকে সঙ্গিনীর সঙ্গে ১ ঘণ্টার ‘সেক্স’, প্রস্তাব পেশ করলেন কাউন্সিলর

Published by
News Desk

আধুনিক বিশ্বে কাজের চাপে স্বামী-স্ত্রী একে অপরকে যথেষ্ট সময় দিতে পারেন না। ফলে সম্পর্কে সমস্যার সৃষ্টি হচ্ছে। তা দূর করে ব্যক্তিগত সম্পর্ক ভাল রাখার জন্য অফিসের ফাঁকে কর্মীদের ১ ঘণ্টার জন্য ‘সেক্স’ করতে বাড়িতে যেতে দেওয়া উচিত বলে প্রস্তাব দিলেন এক সুইডিশ কাউন্সিলর।

তাঁর দাবি, এতে কর্মীদের কাজও ভাল হবে আর শরীরও ভাল থাকবে। কাজের ফাঁকে এই ১ ঘণ্টার ছুটির কিন্তু ‘পেইড’ হতে হবে। সুইডেনের ওভেটোরনিয়া শহরের এক কাউন্সিলর ৪২ বছরের পার-এরিক মুসকোসের এমন এক প্রস্তাব নিয়ে দেশ জুড়ে হৈহৈ পড়ে গেছে। তাঁর বক্তব্যের সপক্ষে প্রামাণ্য নথিও পেশ করেছেন মুসকোস।

প্রসঙ্গত সুইডেনকে নির্ঝঞ্ঝাট দেশের তালিকায় ফেলা হয়। ২০১৫ সালের হিসাব অনুযায়ী এখানে কর্মীদের বাৎসরিক কর্মঘণ্টা ১ হাজার ৬৮৫। তুলনায় অনেকটাই বেশি ইউরোপের অন্যান্য দেশের কর্মীদের কর্মঘণ্টা। তারপরও দেশের সহনাগরিকদের ভাল রাখার জন্য মুসকোসের এই কাজের ফাঁকে সেক্স নিয়ে সেখানকার কর্মী মহলেই শোরগোল পরে গেছে। অনেকেই প্রকাশ্যে তাঁর এই প্রস্তাবকে সমর্থনও করেছেন।

Share
Published by
News Desk