World

সুইডেনে জঙ্গি হামলা, বিপণিতে ঢুকে পড়ল বেপরোয়া ট্রাক

Published by
News Desk

সাতে পাঁচে না থেকে ঝুটঝামেলা থেকে দূরে থাকতেই পছন্দ করে এ দেশ। কিন্তু সন্ত্রাসবাদ তাদেরও রেহাই দিলনা। এদিন সুইডেনের রাজধানী শহর স্টকহোমের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পড়ল একটা আস্ত ট্রাক। ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত বহু।

ট্রাকটি স্টোরে ঢুকে পড়ার পর তা থেকে ধোঁয়া বার হতে থাকে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে। চলছে খানা তল্লাশি। আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় দূতাবাস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা ঘটলেও দূতাবাসের সকলেই সুরক্ষিত বলে জানানো হয়েছে।

এদিকে সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফভেন এই ঘটনাকে জঙ্গি নাশকতা বলেই ব্যাখ্যা করেছেন। যদিও এখনও কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার কথা স্বীকার করেনি।

এদিকে সুইডেনে এমন মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার তীব্র নিন্দা করে সুইডেনবাসীর পাশে থাকার কথাও জানিয়েছেন মোদী।

Share
Published by
News Desk