World

ঘুম ভাঙতে মহিলা দেখলেন মাথার সব চুল লম্বা হয়ে দাঁড়িয়ে গেছে

যখন ঘুমোতে গিয়েছিলেন তখন আর পাঁচজন মহিলার চুলের মতই মাথার চুলগুলো ছিল। ঘুম ভেঙে দেখলেন মাথার সব চুল খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে।

Published by
News Desk

চুল খাড়া হয়ে যাওয়ার কথা অনেকেই শুনেছেন। এটা একটা প্রবাদ মাত্র। তা বলে কোনও মহিলার মাথার লম্বা চুল পিঠে বিছিয়ে পড়ে না থেকে কি মাথার ওপর লম্বা হয়ে দাঁড়িয়ে থাকে? তা কি সম্ভব? স্বাভাবিক নিয়মেই তো তা মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে ঝুলবে। কিন্তু উল্টোটাও যে হতে পারে তা দেখা গেল এক সুইডিশ মহিলার ছবি দেখে।

তিনি নিজেই ছবিটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। দেখা গেছে তাঁর মাথার চুলগুলি সব শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে মাথার ওপর। কখন হল এমনটা?

তিনি যখন ঘুমোতে যান তখনও তাঁর চুল স্বাভাবিক আর পাঁচজন মহিলার লম্বা চুলের মতই পিঠে এলো হয়ে পড়েছিল। কিন্তু তিনি ঘুমিয়ে ওঠার পর নিজের চুল দেখে অবাক হয়ে যান।

গোটা সুইডেন এখন ঠান্ডায় কাঁপছে। সুইডেনের অধিকাংশ এলাকাই বরফের তলায়। অধিকাংশ জায়গায় পারদ মাইনাসেই থাকছে দিনের পর দিন। চারধারে শুধু বরফ আর বরফ।

উত্তর সুইডেনের বিস্তীর্ণ অঞ্চল এখন মাইনাস ৩০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। সেই ঠান্ডায় বাইরে চুল খুলে শুয়েছিলেন ওই মহিলা।

মাইনাস ৩০ ডিগ্রি পারদে যেখানে সবই বরফ হয়ে যাচ্ছে, সেখানে তাঁর চুলের গায়ে বরফের আস্তরণ পড়বে তাতে আর অবাক হওয়ার কি আছে। বরফের ছোঁয়ায় সব চুল শক্ত হয়ে লম্বা হয়ে দাঁড়িয়ে যায়।

সেই অবস্থায় ঘুম থেকে উঠে মাথার ওপর মুকুট হতে দেখেন তাঁর চুলকে। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মহিলা এও জানিয়েছেন যে চুলের এমন অবস্থা হয় কিনা তা পরীক্ষা করতেই তিনি ওই ঠান্ডায় বাইরে শুয়েছিলেন।

Share
Published by
News Desk
Tags: Sweden

Recent Posts