Entertainment

চলে গেলেন বাংলা সিনেমার আপনজন স্বরূপ দত্ত

Published by
News Desk

বাংলা সিনেমার আরও এক অধ্যায়ের পরিসমাপ্তি। চলে গেলেন একসময়ে বাংলা সিনেমার পর্দা কাঁপানো অভিনেতা স্বরূপ দত্ত। একের পর এক হিট ছবি বাংলা সিনেমাকে উপহার দিয়েছেন তিনি। অভিনয়ে নিজের একটা ধারা তৈরি করতে পেরেছিলেন স্বরূপ দত্ত। অভিনয় করেছেন তপন সিনহা সহ বিভিন্ন প্রথমসারির পরিচালকের সঙ্গে। বুধবার বাংলা সিনেমার সেই আপনজন চলে গেলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।

স্বরূপ দত্ত বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বালিগঞ্জের বাড়িতে পড়ে গিয়ে চোট পান। গত শনিবার পড়ে যাওয়ার পর অজ্ঞানও হয়ে যান তিনি। পরিবাররে তরফে দ্রুত তাঁকে মল্লিকবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। এই কদিন ভেন্টিলেশনেই ছিলেন। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

তপন সিনহার পরিচালনায় আপনজন তাঁকে জনপ্রিয়তার শিখরে তোলে। এছাড়া পিতাপুত্র, অন্ধ অতীত, অচেনা অতিথি, মা ও মেয়ে সহ বহু সিনেমায় তাঁর অভিনয় মানুষের মন জয় করে। তাঁকে আলাদা করে নায়ক হিসাবে দেখতে শুরু করেন বাংলা সিনেমার ভক্তরা। তবে নায়ক হিসাবেই তিনি অভিনয় করে গেছেন। তারপর তাঁকে আর সিনেমায় তেমন দেখা যায়নি। আগের অনেক অভিনেতাই এখনও বিভিন্ন চরিত্রে অভিনয় চালিয়ে যাচ্ছেন। স্বরূপ দত্ত সেই তালিকায় ছিলেন না। তবে বাংলা সিনেমার ইতিহাসে তিনি চিরদিন থেকে যাবেন একটা অধ্যায় হয়ে।

কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পড়াশোনায় ভাল ছাত্র হিসাবে পরিচিত স্বরূপ দত্ত নিজের শখেই অভিনয় জগতে পা রাখেন। তাঁর চেহারা তাঁকে হিরো হিসাবে জায়গা করে দেয়। পর্দায় স্বরূপ দত্তের উজ্জ্বল উপস্থিতি দর্শকদের আনন্দ দিত। অভিনেতা, নাট্যকার উৎপল দত্তের কাছের মানুষ ছিলেন। তাঁর অনুপ্রেরণা স্বরূপ দত্তকে অভিনয়ের প্রতি আকর্ষিত করেছিল। স্বরূপ দত্তের বাচনভঙ্গি, হাঁটা চলা সবই ছিল পর্দায় একদম স্বকীয়। বাংলা সিনেমায় তাই খুব কম সময়ের মধ্যে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছিলেন এই ঝকঝকে চেহারার নায়ক।

Share
Published by
News Desk
Tags: Swarup Dutta

Recent Posts