Kolkata

স্বামী বিবেকানন্দের ১৫৫ তম আবির্ভাব দিবস

Published by
News Desk

রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৫৫ তম আবির্ভাব দিবস। এদিন সকালে স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতে মঙ্গলারতি হয়। একটি শোভাযাত্রাও বার করা হয়। ভোর থেকেই সিমলা স্ট্রিটের বাড়িতে ভক্তদের ঢল নামে। একইভাবে মানুষের ঢল নামে বেলুড় মঠে। মঠের মন্দির থেকে স্বামীজির প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বার হয়। এছাড়া মন্ত্রোচ্চারণ, আরতিতে স্বামীজিকে স্মরণ করেন সকলে। রাজ্যের বিভিন্ন কোণাতেও এদিন পালিত হয়েছে স্বামীজির জন্মদিবস। স্বামীজির আদর্শ তুলে ধরে নতুন প্রজন্মকে তাঁর আদর্শে অনুপ্রাণিত করতে বিভিন্ন জায়গায় আলোচনা সভার আয়োজন করা হয়।

 

Share
Published by
News Desk

Recent Posts