Kolkata

আজ স্বামী বিবেকানন্দের ১৫৬ তম জন্মতিথি

Published by
News Desk

স্বামী বিবেকানন্দের জন্মদিন আগামী ১২ জানুয়ারি। ওদিন সাড়ম্বরেই পালিত হয় জাতীয় যুব দিবস। কিন্তু তার আগে জন্মতিথির দিনটি ঘরোয়াভাবেই পালিত হত। মূলত এ বছর থেকেই তা পালিত হচ্ছে বেশ সাড়ম্বরেই। ভোর থেকেই বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়ি, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখানে মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়। প্রবল ঠান্ডা উপেক্ষা করেই ভক্তের ঢল নামে এখানে।

একইভাবে স্বামীজির ১৫৬ তম জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠেও। ভোর থেকেই সেখানে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়। বেলুড় মঠেও সকাল থেকেই নামে ভক্তের ঢল। বেলুড় মঠের গঙ্গার ধারে ভিড় জমান অনেকে।

Share
Published by
News Desk

Recent Posts