Entertainment

৮ বছর শুধু ভেবেছেন, তারপর আরিয়া, কেন বললেন সুস্মিতা সেন

আরিয়া চরিত্রটার সঙ্গে সুস্মিতা সেন যেন মিলেমিশে একাকার হয়ে গেছেন। তার আগে ৮ বছর শুধু বসে ভেবে গেছেন। কি ভাবতেন তিনি।

Published by
News Desk

প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন সুন্দরী শ্রেষ্ঠ হওয়ার পর বলিউডে পা রাখেন। যেমন অন্য বিশ্ব সুন্দরীদের ক্ষেত্রেও দেখা গেছে। সুস্মিতা কিন্তু নিজের একটা জায়গা বলিউডে তৈরি করে নেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখার পর ‘বিবি নম্বর ওয়ান’, ‘ম্যায় হুঁ না’, ‘বাস ইতনা সা খোয়াব হ্যায়’, ‘দুলহা মিল গয়া’, ‘নো প্রবলেম’ সহ একের পর এক সিনেমায় তাঁকে দেখা যায়।

কিন্তু ৮ বছরে সেই সুস্মিতা সেন কার্যত হারিয়ে যান পর্দা থেকে। সুস্মিতা জানিয়েছেন, তিনি এমন একটা চরিত্র খুঁজে বেড়াচ্ছিলেন যা তিনি করতে চান। এই সময় একটা একটা করে অফার এসেছে। আর তিনি নাকচ করতে থেকেছেন।

এটা ভাল নয়, ওটা ভাল নয়, করে সঠিক চরিত্রের খোঁজ চালিয়ে যেতে যেতে কেটে যায় ৮ বছর। অবশেষে বড় পর্দা ছেড়ে তিনি শুধু ওটিটিতে পা রাখলেনই নয়, নিজে যে চরিত্রটা করতে চাইছিলেন তা আরিয়া-র মধ্যে খুঁজে পান সুস্মিতা।

এক বলিষ্ঠ চরিত্র। যে টর্নেডোর মোকাবিলা করতেও প্রস্তুত। যে চরিত্রে তাঁর ব্যক্তিত্ব ফুটে উঠছে। আরিয়া তাঁকে এমন এক চরিত্র দিয়েছে যা তিনি করতে চাইছিলেন। এমনটাই জানিয়েছেন সুস্মিতা সেন।

আরিয়া এমন এক ওয়েব সিরিজ যা আবর্তিতই হচ্ছে সুস্মিতা সেনকে সামনে রেখে। পর্দায় তাঁকেই প্রায় সর্বক্ষণ দেখা যাচ্ছে। যে চরিত্রকে সঠিকভাবে ফুটিয়েও তুলেছেন সুস্মিতা। ফলে আরিয়া ৩টি সিজন পার করার পরও মানুষ অপেক্ষায় কবে আসবে চতুর্থ সিজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk