Entertainment

তিনি ব্রা-পোড়ানো নারীবাদী নন, সাফ জানালেন সুস্মিতা

Published by
News Desk

ব্রা পুড়িয়ে যাঁরা নারীবাদী হিসাবে কিছু বলতে চান, তিনি তাঁদের দলে পড়েন না। একথা স্পষ্ট করে দিলেন দীর্ঘদিনের অভিনেত্রী সুস্মিতা মুখোপাধ্যায়। করমচাঁদ-এর মত সিরিয়াল থেকে রুদালি-র মত সিনেমা, যাঁকে হয়তো চিরকাল মনে রাখবেন মানুষ, সেই বাঙালি অভিনেত্রী সুস্মিতা মুখোপাধ্যায় বিগত ৩ বছর ধরে একটি একক নাটক করে আসছেন। নারী বাঈ নামে ওই নাটকটি তিনি প্রদর্শিত করেছেন অনেক জায়গায়। যে নাটকের মুখ্য চরিত্র একজন বারবনিতা।

সুস্মিতা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাঁর নায়িকা একজন বারবনিতা। কেননা তিনি বিশ্বাস করেন সব নারীই বৃহত্তর ক্ষেত্রে তাই। হয় তাঁকে দেহ বেচতে হয়, নাহলে মন, নয়তো আত্মা। তাই তাঁর চরিত্র নারী বাঈ-ও একজন বারবনিতা। তিনি কোনও সাম্প্রতিক ঘটনাকে সামনে রেখে তাঁর নাটক বদলাতে রাজি নন। সে নির্ভয়া কাণ্ড হতে পারে বা হায়দরাবাদ কাণ্ড। তাঁর নারী বাঈ একটা পরিবর্তন চায়। আর সেই পরিবর্তন প্রায় সবসময়ের জন্য খাপ খায়।

সুস্মিতা বিশ্বাস করেন কলা কোনও উপদেশ দেওয়ার জায়গা নয়, বরং দর্শক বা শ্রোতার মধ্যে একটি পরিবর্তনের বীজ বপন করাই তার কাজ। আর সেই কাজটাই তিনি করে যেতে চান। তিনি দাবি করেন, আজকের প্রজন্ম যে পরিবর্তন দেখছে তা কিন্তু আজ তৈরি হয়নি। তা তৈরি হতে শুরু করেছিল ৩৫ বছর আগে থেকেই। যবে থেকে প্রচলিত প্রথাকে তাঁর মত মানুষজন প্রশ্ন করা শুরু করেন। তারই ফসল আজকের এই পরিবর্তন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk