National

আমাকে উদ্ধার করুন, সুষমাকে ট্যুইট ‘জব হ্যারি মেট সেজল’-এর দর্শকের

Published by
News Desk

সুষমা ম্যাম, আমি এখন পুনের হিঞ্জেওয়াড়ির জিয়ন সিনেমা হলে ‘জব হ্যারি মেট সেজল’ দেখছি। যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে উদ্ধার করুন। ট্যুইটটি করেন জনৈক দর্শক। তিনি শাহরুখ খান ও অনুষ্কা শর্মা অভিনীত ‘জব হ্যারি মেট সেজল’ দেখছিলেন। খুব স্বাভাবিকভাবেই এই ট্যুইটের জবাব বিদেশমন্ত্রী দেননি। কিন্তু ট্যুইটটি ইতিমধ্যেই ভাইরাল। সিনেমাটা কতটা খারাপ তা বোঝাতে এমন রসিকতা বেশ তারিয়ে উপভোগ করছেন অনেকে। পাল্টা ট্যুইটও করেছেন।

প্রসঙ্গত দেশে, বিদেশে সমস্যায় পড়লে সুষমা স্বরাজকে ট্যুইট নতুন কিছু নয়। তবে সেসব ট্যুইটের ভিড়ে কিছু মানুষ মজা করেও ট্যুইট করেন। যার উত্তর হয়তো বিদেশমন্ত্রী দেননা। তবে মজাটা কী উপভোগ করেননা? করেন হয়তো!

Share
Published by
News Desk