National

চলছে ডায়ালিসিস, কিডনি প্রতিস্থাপনের তোড়জোড়

Published by
News Desk

কিডনির সমস্যা নিয়ে দিল্লির এইমসে চিকিৎসাধীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁর ডায়ালিসিস চলছে। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হবে। আপাতত প্রতিস্থাপন পূর্ববর্তী বিভিন্ন পরীক্ষা চলছে বিদেশমন্ত্রীর। এদিন ট্যুইট করে নিজেই একথা সকলকে জানিয়েছেন সুষমা।

এদিকে সুষমা স্বরাজের কিডনি সমস্যার কথা জানাজানি হতেই ট্যুইটারে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন বহু মানুষ। এমনকি কয়েকজন নিজের কিডনিও দান করতে চেয়েছেন তাঁকে। গত এপ্রিলেও ফুসফুসে সংক্রমণ নিয়ে এইমসে ভর্তি হয়েছিলেন সুষমা। সেসময়ে তাঁর নিউমোনিয়ার চিকিৎসা হয়।

Share
Published by
News Desk