Categories: National

সৌদিতে আটকে থাকা ভারতীয়দের দ্রুত ফেরানো হবে : সুষমা

Published by
News Desk

সৌদি আরবে আটকে পড়া ১০ হাজার ভারতীয়কে দেশে ফেরানো হবে। সোমবার সংসদের উভয়কক্ষেই একথা জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সুষমা আরও জানান, ইতিমধ্যেই সেখানে অভুক্ত ভারতীয়দের জন্য খাবার পৌঁছে দেওয়া হয়েছে। তাঁদের জন্য যে ৫টি ক্যাম্প ভারতীয় দূতাবাসের তরফে খোলা হয়েছে সেখানে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। তাঁদের দেশে ফেরাতে দ্রুত সৌদি যাচ্ছেন বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিং। মুশকিল হচ্ছে অন্য জায়গায়। সৌদি আরবে আটকে থাকা ভারতীয়রা যে সংস্থাগুলিতে কাজ করতেন সেগুলি সৌদি থেকে তাদের অফিস গুটিয়ে নিয়েছে। ফলে আতান্তরে পড়েছেন কর্মীরা। এদিকে সৌদি সরকারের নিয়ম বলছে তাদের সৌদি ছাড়ায় সবুজ সংকেত দিতে গেলে প্রথমে তাদের সংস্থার কাছ থেকে ছাড়পত্র পেতে হবে। কিন্তু সেসব সংস্থার অস্তিত্বই না থাকায় সেটা সম্ভব নয়। তাই ভারত সরকার এই ১০ হাজার কর্মীকে দেশে ফেরানোর জন্য আলাদা রাস্তা বার করতে সৌদি সরকারের সঙ্গে কথা শুরু করেছে বলে এদিন আশ্বস্ত করেছেন বিদেশমন্ত্রী।

Share
Published by
News Desk