Categories: National

পাকিস্তান ভারতকে শুধু জঙ্গি দিয়েছে : সুষমা

Published by
News Desk

পাকিস্তান ভারতকে জঙ্গি ছাড়া আর কিছুই দিতে পারেনি। কাশ্মীরকেও কষ্ট দিচ্ছে পাকিস্তান। তবে কাশ্মীর তাদের কোনও দিনই হবে না। এদিন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পাল্টা দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে টানা অশান্ত কাশ্মীর। চলছে কার্ফু। সুরক্ষা বাহিনীর সঙ্গে দিনের পর দিন সংঘর্ষ চলছে বিক্ষোভকারীদের। আত্মনিয়ন্ত্রণের অধিকার নাম দিয়ে কাশ্মীরকে অশান্ত করে রেখেছে একদল কাশ্মীরী। এই অবস্থায় আগুনে ঘৃতাহুতি দিয়ে চলেছে পাকিস্তান। খোদ পাক প্রধানমন্ত্রী হিজবুল জঙ্গি বুরহানকে শহিদ আখ্যা দিয়েছেন। কাশ্মীরে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে পাকিস্তানে পালিত হয়েছে কালা দিবস। এমনকি মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ মহম্মদ সঈদও পাকিস্তানের রাস্তায় নেমে কাশ্মীর নিয়ে উত্তেজক মন্তব্য পেশ করেছে। মিছিল করে ভারতের ঢোকারও হুমকি দিয়েছে হাফিজ। এভাবে দিনের পর দিন সীমান্তের ওপার থেকে ভূস্বর্গকে অশান্ত করার বিষয়টি এতদিন চুপচাপই লক্ষ্য করছিল ভারত। এদিন সেই ধৈর্যের বাধ ভাঙে। বিদেশমন্ত্রকের ২ প্রতিমন্ত্রী এম জে আকবর ও ভিকে সিংকে পাশে বসিয়ে এদিন পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন সুষমা। পাক প্রধানমন্ত্রী গত শুক্রবার পাক অধিকৃত কাশ্মীর প্রদেশে বড় জয় পাওয়ার পর খোলাখুলি ঘোষণা করেন ভারতের অংশে থাকা কাশ্মীর কবে তাঁদের অংশ হবে সেই অপেক্ষায় রইলেন তিনি। এদিন শরিফের এই বক্তব্যকে ‘ভ্রমাত্মক চিন্তার বিপজ্জনক স্বপ্ন’ বলে ব্যাখ্যা করেছেন ভারতের বিদেশমন্ত্রী।

Share
Published by
News Desk