Entertainment

সুষমা স্বরাজের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার টলিপাড়া

Published by
News Desk

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে রাজনীতির বাইরেও বহু মানুষ শোকপ্রকাশ করছেন। সেই তালিকায় যুক্ত হল বাংলার টলিপাড়ার একগুচ্ছ পরিচিত নাম। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ট্যুইটে লেখেন সুষমা স্বরাজ ছিলেন একজন বলিষ্ঠ নেত্রী। মানুষের ভালর জন্য ভাবতেন। তাঁর আকস্মিক প্রয়াণ অবশ্যই ধাক্কা দিল। তাঁর পুরো পরিবারের জন্য রইল সমবেদনা।

তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেতা দেব ট্যুইটে জানিয়েছেন, সুষমা স্বরাজের মৃত্যু একটা বড় ক্ষতি। তাঁর দেখা দেশের অন্যতম সেরা নেতা। তিনি একজন মানুষের মত মানুষ ছিলেন। মতাদর্শগত ফারাক পার করে বহু মানুষ তাঁর অভাব অনুভব করবেন। অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত ট্যুইট বার্তায় লেখেন, সুষমা স্বরাজের আকস্মিক প্রয়াণে তিনি স্তম্ভিত।

শোক প্রকাশ করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও। শোক প্রকাশ করেন পরিচালক তথা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও টলিপাড়া থেকে একের পর এক ট্যুইট বার্তা আছড়ে পড়েছে গত রাত থেকে। সকলেই সুষমা স্বরাজের প্রয়াণে শোক ব্যক্ত করেন। গত মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি হন সুষমা স্বরাজ। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর।

Share
Published by
News Desk

Recent Posts