National

২০১৯ লোকসভা ভোটে লড়বেন না বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

Published by
News Desk

এই মুহুর্তে তিনি দেশের বিদেশমন্ত্রী। ২০১৪ সালে বিজেপির টিকিটে মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে জয়ী হন সুষমা। বিজেপির অন্যতম সিনিয়র নেতা তিনি। সেই সুষমা স্বরাজ এদিন জানিয়ে দিলেন তিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভোটে লড়বেন না। ইন্দোরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন সুষমা।

৬৬ বছরের সুষমা স্বরাজ বলেন, কে ভোটে লড়বেন বা লড়বেন না, তা দলের সিদ্ধান্ত। তবে তিনি যে ভোটে আর লড়বেন না, তা তিনি দলের কাছে আগেই স্পষ্ট করে দিয়েছেন। তবে কী দলের সঙ্গে সংঘাত? কোনও কারণে নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বনছে না? নাকি নিছকই স্বাস্থ্যের কারণেই এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত? এ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk