Sports

তিহারে পছন্দের কাজ পেলেন জেলবন্দি অলিম্পিক পদকজয়ী

খুনে অভিযুক্ত অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার এখন তিহারে গারদের পিছনে জীবন কাটাচ্ছেন। সেখানে এবার নিজের পছন্দের কাজ পেলেন সুশীল।

Published by
News Desk

সংশোধনাগারে যে বন্দিরা থাকে তাদের প্রতি মানবিক হওয়াটাও অনেকক্ষেত্রে জরুরি। এরই একটি নমুনা দেখা গেল রাজধানী দিল্লির তিহার জেলে।

এক কুস্তিগির তাঁর সতীর্থ এক কুস্তিগিরকে খুনের দায়ে এখন তিহার জেলে বন্দি। জীবন থেমে থাকে না কোথাও। সংশোধনাগারও এর ব্যতিক্রম নয়।

ব্যতিক্রম নয় এ কারণে যে তিহার জেলে বন্দি অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার এখন সহবন্দিদের সংশোধনাগার চত্বরেই কুস্তি শেখাচ্ছেন। সাগর ধনকর নামে এক কুস্তিগিরকে হত্যার দায়ে তিনি সংশোধনাগারে বন্দি।

অলিম্পিকে ২টি পদকজয়ী সুশীল কুমারকে কুস্তিগির সাগর ধনকরকে হত্যার অভিযোগে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পরে তাঁর বিরুদ্ধে চার্জশিটও দাখিল করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তিহার জেলে অন্তত ৬ জন সহবন্দিকে নিয়মিত কুস্তির প্রশিক্ষণ দিচ্ছেন সুশীল কুমার।

তিহার জেল কর্তৃপক্ষই সুশীল কুমারকে কুস্তি শেখানোর জন্য বলে। যে সমস্ত বন্দি কুস্তির প্রশিক্ষণ নিতে আগ্রহী তাদেরই প্রশিক্ষণ দিচ্ছেন অলিম্পিয়ান সুশীল।

তবে এই কাজের জন্যে সুশীল কুমার কোনও পারিশ্রমিক এখন পাচ্ছেন না। আগামী দিনে পাবেন কিনা তিহার জেল কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনও কিছু স্পষ্ট করে জানায়নি।

তবে ভবিষ্যতে বিষয়টি ভেবে দেখা হবে বলে জানিয়েছে তিহার জেল কর্তৃপক্ষ। নিজের পছন্দের কাজ জেলেই পেয়েছেন সুশীল কুমার। এতে তাঁর জেলে সময় কাটাতে অসুবিধা হয়তো হবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Sushil Kumar

Recent Posts