Entertainment

বিয়ে করতে চলেছেন সুশান্ত-কৃতি? পাকা কথা কি হয়ে গেল?

Published by
News Desk

বি টাউনে বিয়ের উৎসব সেই শুরু হয়েছে গত বছর থেকে। প্রথমে বিরুষ্কা। তারপর চলতি বছরে ব্যবসায়ী আনন্দ আহুজা ও অনিল কাপুরের মেয়ে সোনম কাপুরের সাত পাকে বাঁধা পড়া এখন কটা ঘণ্টার অপেক্ষা। ওদিকে দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের বিয়ে নিয়েও চলছে জোর জল্পনা। এত ঘনঘটার মাঝে ফের চমক। হয়তো এবার আরও একটা নিমন্ত্রণ আসতে চলেছে বলি তারকাদের। অন্তত বড় পর্দার মহেন্দ্র সিং ধোনির বাড়িতে পাত্রীপক্ষের আগমনের সংবাদে সেই ইঙ্গিতই পাচ্ছেন পাপারাৎজিরা।

গত রবিবার ইন্সটাগ্রামে বলিউডের জনৈক চিত্র সাংবাদিকের একটি পোস্টকে ঘিরে তুমুল শোরগোল পড়ে যায়। ছবিতে দেখা যাচ্ছে, ‘হিরোপান্তি’, ‘বরেলি কি বরফি’, ‘দিলওয়ালে’ খ্যাত কৃতি শ্যানন মা-বাবার সঙ্গে সুশান্ত সিং রাজপুতের বাড়ি থেকে গাড়ি করে বার হচ্ছেন। ব্যাস, আর যায় কোথায়! সেই ছবিকে ঘিরেই বিয়ের গন্ধ পেতে শুরু করেছেন নেটিজেনরা। তবে কি তলে তলে বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেল? নইলে ছেলের বাড়িতে পাত্রীপক্ষ এমন চুপিসারে কেন আসবে? এটাই এখন বি টাউনে ফিসফাসের বড় খোরাকে পরিণত হয়েছে।

হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ‘এম এস ধোনি’ খ্যাত সুশান্ত কৃতির ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন। ‘রাবতা’ ছবিতে তাঁদের জুটি পছন্দ করেছিলেন দর্শকরা। শোনা যাচ্ছিল, সুশান্ত ও কৃতির বন্ধুত্বের রসায়ন অন্যদিকে মোড় নিয়েছে। যদিও সেই রটনায় কান দিতে চাননি চর্চিত যুগল। কিন্তু এবার যে জল্পনা তাঁরা খোদ উস্কে দিলেন! কিছুদিন ধরে ঘনঘন বিশেষ বান্ধবীর বাড়ির লোকের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সুশান্ত। তাঁকে নাকি কৃতির মা-বাবার পাত্র হিসেবে মনেও ধরেছে বলে খবর রটে যায়। এবার পাত্রীর মা-বাবা ছেলের বাড়ি পা রাখায় সন্দেহ হবে না, তাও কি হয়!

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk

Recent Posts