Entertainment

অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা, সুশান্তের প্রোফাইল ইমেজ বদল

Published by
News Desk

বরাবর দেশের প্রতি গভীর ভালবাসা প্রকাশ করে থাকেন তিনি। দেশভক্তি অবশ্য অনেক সেলেব্রিটিরই যথেষ্ট বেশি। এমনকি খাঁটিও। সেই মতো নিজেদের ট্যুইটার, ইন্সটাগ্রাম সব জায়গাতেই বৃহস্পতিবার অনেকে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সম্পর্কে অনেক কিছু লিখেছেন। কিন্তু সুশান্তের অভিব্যক্তিটা সবার থেকে আলাদা।

নিজের ট্যুইটার বা ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে অটলবিহারী বাজপেয়ী সম্পর্কে কিছুই লেখেননি সুশান্ত সিং রাজপুত। শুধু ২ জায়গাতেই নিজের প্রোফাইল পিকচার বদলে দিয়ে করে দিয়েছেন অটলজির ছবি। শ্রদ্ধা জানানোর এটাই তাঁর নতুন ভাষা।
ইতিমধ্যেই নিজের ট্যুইটার, ইন্সটা অ্যাকাউন্ট তিনি ভরিয়ে ফেলেছেন নিজের ১৫০টি স্বপ্নের পিছনে ধাওয়া করার ছবিতে। এখানেই তাঁর অ্যাকাউন্টগুলি অন্য সবার থেকে আলাদা। এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে কিছুই না লিখেও তিনি দেখালেন শ্রদ্ধা জানানোর পন্থা।

Share
Published by
News Desk

Recent Posts