Entertainment

সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা রিলিজ হচ্ছে ইন্টারনেটে

সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’। যা রিলিজ হচ্ছে অনলাইনে।

Published by
News Desk

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর অনুরাগীরা চেয়েছিলেন সুশান্তের শেষ সিনেমা রিলিজ করা হোক বড় পর্দাতেই। কারণ করোনার কারণে এখন বেশ কিছু সিনেমাই ওটিটি প্ল্যাটফর্ম বা সহজ কথায় ইন্টারনেটে প্রকাশ পাচ্ছে। এটা তাঁরা চাননি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে স্থির হল সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’ অনলাইনেই রিলিজ করা হবে। ডিজনি-হটস্টার এ রিলিজ হচ্ছে সিনেমাটি।

ডিজনি-হটস্টারে সিনেমাটি রিলিজ হচ্ছে আগামী ২৪ জুলাই। ডিজনি-হটস্টারের তরফে জানানো হয়েছে, এটা তাদের জন্য অত্যন্ত আনন্দের যে তারা সুশান্ত সিং রাজপুতের মত একজন অভিনেতার সিনেমা তাদের প্ল্যাটফর্মে রিলিজ করতে চলেছে। দিল বেচারা সিনেমাটি হলিউড সিনেমা ‘দ্যা ফল্ট ইন আওয়ার স্টারস’ সিনেমার হিন্দি রিমেক। এই নামেই রয়েছে একটি বিখ্যাত উপন্যাস। সেটি অবলম্বনেই সিনেমা।

সিনেমার পরিচালক মুকেশ ছাবড়ার জন্য এই সিনেমা এক অগ্নিপরীক্ষা। কারণ এটি তাঁর ডেবিউ সিনেমা। মুকেশ জানান, কাই পো চে থেকেই তাঁর সঙ্গে সুশান্তের গভীর বন্ধুত্ব। মুকেশকে সুশান্ত কথা দিয়েছিলেন যে তিনি যখন সিনেমা বানাবেন তখন তাঁর প্রথম সিনেমায় অভিনয় করবেন সুশান্ত। সুশান্ত কথা রেখেছিলেন। মুকেশ জানান, তাঁদের ২ জনের জন্যই দিল বেচারা একটি স্বপ্নের প্রজেক্ট। কিন্তু তা যখন মুক্তি পাচ্ছে তখন তাঁর পাশে সুশান্ত নেই। সিনেমার সুর করেছেন এআর রহমান। গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk