Entertainment

কখনও কিছু নিয়ে ওজর আপত্তি ছিলনা সুশান্তের, বললেন অভিষেক

সাধারণত প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রীদের অনেক বিষয়ে ওজর আপত্তি থাকে। কিন্তু কখনও কিছু নিয়ে সুশান্তের কোনও ওজর আপত্তি থাকত না।

Published by
News Desk

মুম্বই : অনেক সমস্যায় কাজ করতে হয় অভিনেতা অভিনেত্রীদের। শ্যুটিং স্পটে সবসময় সব সুবিধা মেলেনা। যেমন ‘কেদারনাথ’ সিনেমার শ্যুটিং চলাকালীন প্রবল ঠান্ডায় কাজ করতে হচ্ছিল সুশান্ত সিং রাজপুতকে। অত ঠান্ডা কষ্টকর। সুশান্তের সমস্যাও হচ্ছিল ঠান্ডার জন্য। কিন্তু সুশান্ত কখনও তা নিয়ে কোনও ওজর আপত্তি করেননি। সুশান্ত সিং রাজপুতকে নিয়ে কথা বলতে গিয়ে এমনই জানালেন পরিচালক অভিষেক কাপুর।

অভিষেক কাপুর আরও জানান, কেদারনাথ-এর শ্যুটিং চলাকালীন ঠান্ডার জন্য সুশান্তের কষ্ট হচ্ছিল। তারমধ্যে তাঁকে সিনেমার দৃশ্যায়নের প্রয়োজনে নায়িকা সারা আলি খানকে পিঠে নিয়ে শট দিতে হচ্ছিল। ওই পরিস্থিতিতেও তিনি কোনও শট পছন্দ না হলে রিটেক করতে চাইলে সুশান্ত একবারের জন্যও আপত্তি করেননি। সুশান্তকে ফিল্ম ইন্ডাস্ট্রি খুব পরিকল্পিতভাবে শেষ করেছে বলে আগেই দাবি করেছিলেন অভিষেক।

অভিষেক কাপুরের হাত ধরেই বলিউডে প্রথম সিনেমায় হাতেখড়ি হয় সুশান্তের। ২০১৩ সালে মুক্তি পাওয়া সুশান্তের ডেবিউ সিনেমা কাই পো চে অভিষেক কাপুরের পরিচালনায় তৈরি হয়। সেই অভিষেক কাপুরই পরে ২০১৮ সালে সুশান্তকে নিয়ে তৈরি করেন কেদারনাথ। যে সিনেমায় ডেবিউ হয় সইফ কন্যা সারা আলি খানের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk