Entertainment

সোশ্যাল মিডিয়ায় চমকে দেওয়া ঘোষণা, তোলপাড় ফেললেন অভিনেত্রী

Published by
News Desk

কয়েকমাস আগে তিনি বিবাহিত বলে জানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী সুরভিন চাওলা। জানিয়েছিলেন এক আধ দিন নয়, গত ২ বছর ধরেই তিনি বিবাহিত। সেই চমকের পর ফের সকলকে চমকে দিয়ে সুরভিন জানালেন তিনি মা হতে চলেছেন। ইন্সটাগ্রামে সুন্দর করে সেই কথা তুলে ধরেছেন হেট স্টোরি ২, আগলি বা পার্চড-এর অভিনেত্রী।

ইন্সটাগ্রামে মা হওয়ার খবর জানানোর সঙ্গে ব্যবসায়ী স্বামী অক্ষয় ঠক্করের সঙ্গে একটি ছবিও দিয়েছেন এই সুন্দরী নায়িকা। শুধু বলিউড সিনেমাই নয়, ছোট পর্দা বা পাঞ্জাবী সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেছেন সুরভিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk