Sports

আইপিএল খেলবেন না, দেশে ফিরে এলেন সুরেশ রায়না

চেন্নাই সুপার কিংস শিবিরে পরপর ধাক্কা। দলের তারকা ক্রিকেটার তথা বড় ভরসা সুরেশ রায়না দেশে ফিরে এলেন।

নয়াদিল্লি : চেন্নাই সুপার কিংস-এর ১২ জন সদস্যের করোনা ধরার পড়ার পর গোটা দলটাই আইসোলেশনে চলে গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীতে খেলতে পৌঁছনোর কদিনের মধ্যেই এটা ছিল বড় ধাক্কা। তার ওপর নতুন এক ধাক্কা খেল ধোনির বাহিনী। দলের অন্যতম ভরসা সুরেশ রায়না আইপিএল খেলবেন না জানিয়ে দিয়ে দেশে ফিরে এলেন। এভাবে আইপিএল শুরুর আগে দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েও সুরেশ রায়নার রণে ভঙ্গ দেওয়ার কারণ খুঁজছেন অনেকেই।

সুরেশ রায়না অবশ্য ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নিয়েছেন দল থেকে। তিনি দেশেও ফিরে এসেছেন। দলের ১২ সদস্যের করোনা ধরা পর পরই তাঁর এই সিদ্ধান্ত। যদিও ব্যক্তিগত কারণ কী তাও স্পষ্ট হয়নি। সুরেশ যে দেশে ফিরে এসেছেন, তিনি যে আইপিএল খেলবেন না তা সিএসকে কর্তৃপক্ষ ট্যুইট করে জানিয়ে দিয়েছে। তারা এও জানিয়েছে তারা সুরেশ রায়না ও তার পরিবারের পাশে রয়েছে।

সুরেশ রায়নার অনুপস্থিতি কিন্তু চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইপিএল। সংযুক্ত আরব আমিরশাহীতে ৩টি মাঠে খেলা হবে। প্রথম দিনেই গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে মাঠে নামছে চেন্নাই। দর্শকহীন মাঠেই খেলা হবে। খেলা দেখার একমাত্র ভরসা টিভির পর্দা বা ইন্টারনেট।

চেন্নাইতে ক্যাম্প চলাকালীনই সিএসকে-র ১২ জন করোনার শিকার হন বলে মনে করা হচ্ছে। এমনিতেই তামিলনাড়ুতে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তারমধ্যে সেখানেই চেন্নাইতে ক্যাম্প হয়েছে। যে ক্যাম্পে যোগ দিয়েছিলেন দলের উজ্জ্বলতম তারকা তথা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। সেই দলের ১২ জন সদস্যের করোনা আইপিএল-এর অন্য দলগুলোকেও চিন্তায় রাখছে।

যা জানা যাচ্ছে, যাঁদের করোনা ধরা পড়েছে তাঁদের একদম আলাদা করে দেওয়া হয়েছে। তাঁদের ১৫ দিন পর ফের করোনা পরীক্ষা হবে। ততদিন আইসোলেশনেই থাকবেন তাঁরা। সেই করোনা পরীক্ষায় যদি নেগেটিভ ধরাও পড়েন তাহলেও হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরই তাঁদের মাঠে নামতে দেওয়া হবে। গত ২১ অগাস্ট সংযুক্ত আরব আমিরশাহীতে পা রাখার আগে সিএসকে এমন একটি মাত্র দল ছিল যারা ভারতে তাদের অনুশীলনের জন্য ক্যাম্প করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025