National

ক্ষমা চাওয়ার শর্তে জামিন পেলেন প্রিয়াঙ্কা

Published by
News Desk

জামিন পেয়ে ক্ষমা চাইতে হবে। এই শর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃতি কাণ্ডে অভিযুক্ত বিজেপির যুব মোর্চা নেতা প্রিয়াঙ্কা শর্মাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত নির্দেশ দেয় জামিন পাওয়ার পর প্রিয়াঙ্কা শর্মাকে তাঁর এই কাজের জন্য ক্ষমা চাইতে হবে। যদিও শীর্ষ আদালতের ক্ষমা চাওয়ার শর্তে জামিনের বিরোধিতা করে প্রিয়াঙ্কার আইনজীবী আদালতে সোচ্চার হন। তাঁর দাবি ছিল এতে বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হবে।

প্রিয়াঙ্কার আইনজীবী সওয়ালে বলেন একটি রাজনৈতিক ব্যঙ্গ কখনই ব্যক্তিগত হতে পারেনা। তাই এভাবে তাঁর মক্কেলকে ক্ষমা চাইতে হলে তা ভুল পরম্পরার সূচনা করবে। এরপরই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় জামিন পাওয়ার পর প্রিয়াঙ্কাকে ক্ষমা চাইতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে ফটোশপ করে প্রিয়াঙ্কা চোপড়ার ছবির সঙ্গে মিশিয়ে তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার অভিযোগে গত ১০ মে গ্রেফতার করা হয়েছিল প্রিয়াঙ্কা শর্মাকে। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts