Business

৪ সপ্তাহের মধ্যে টাকা না মেটালে জেলে যেতে হবে অনিল আম্বানিকে

Published by
News Desk

সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন শিল্পপতি অনিল আম্বানি। ৪ সপ্তাহের মধ্যে এরিকসন ইন্ডিয়াকে ৪৫৩ কোটি টাকা মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তা না দিতে পারলে অনিল আম্বানিকে যেতে হবে গারদের পিছনে। ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি আরএফ নরিম্যান ও বিচারপতি বিনীত সরনের বেঞ্চ কোর্ট রেজিস্ট্রিকে নির্দেশ দেয় অনিল আম্বানির সংস্থা আরকম আগেই যে ১১৮ কোটি টাকা জমা করেছিল তা এরিকসন ইন্ডিয়াকে দিয়ে দিতে।

ফাইল : সুপ্রিম কোর্ট, ছবি – আইএএনএস

আদালত এদিন জানিয়ে দেয়, আরকম সংস্থাকে ৫৫০ কোটি টাকা সাকুল্যে এরিকসন ইন্ডিয়াকে ফেরত দিতে হবে। তাও আবার সুদ সমেত। এছাড়াও আরকম, রিলায়েন্স টেলিকমিউনিকেশন ও রিলায়েন্স ইনফ্রাটেল, এই ৩ সংস্থাকে ১ কোটি টাকা করে জরিমানা করেছে শীর্ষ আদালত। এই জরিমানার টাকা সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটতে জমা দিতে হবে। প্রসঙ্গত ওই ৩টি সংস্থার চেয়ারম্যানই অনিল আম্বানি।

এদিন যখন সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করছে তখন আদালতে উপস্থিত ছিলেন অনিল আম্বানি। তাঁর কোনওরকম নিঃশর্ত ক্ষমা গ্রাহ্য করা হবে না বলেও এদিন জানিয়ে দেয় আদালত। সেইসঙ্গে আদালত সাফ জানিয়েছে ৪ সপ্তাহ সময়। তারমধ্যে টাকা না মেটালে সোজা জেলে যেতে হবে অনিল আম্বানিকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk