National

শীর্ষ আদালতে আটকে গেল রথের চাকা, রথযাত্রার অনুমতি পেলনা বিজেপি

Published by
News Desk

শেষ পর্যন্ত রাজ্যে থমকেই গেল বিজেপির রথযাত্রা কর্মসূচি। রথের চাকা থমকে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে কোনও রথযাত্রা করতে পারবেনা বিজেপি। তবে তারা সভা সমাবেশ জাতীয় রাজনৈতিক কর্মসূচি করতেই পারবে। অবশ্যই এই রায় বিজেপির জন্য বড় ধাক্কা। অন্য দিকে সুপ্রিম কোর্টের এই রায়ে রাজ্য সরকারের জয় দেখছে তৃণমূল।

সামনে লোকসভা নির্বাচন। তাই গত বছরের শেষেই পশ্চিমবঙ্গের ৩টি জায়গা থেকে রথযাত্রা বার করার কথা জানিয়েছিল বিজেপি। জানিয়ে দেওয়া হয়েছিল রথযাত্রা ঘুরবে গোটা বাংলা। বিভিন্ন সময়ে সেই রথযাত্রায় যোগ দেবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপি সভাপতি অমিত শাহের হাত দিয়ে কোচবিহার থেকে রথযাত্রা শুরুর যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলেছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। আর ঠিক তখনই কলকাতা হাইকোর্টে ধাক্কা খায় বিজেপি। হাইকোর্ট রাজ্য সরকারকে তাদের রথযাত্রা নিয়ে বক্তব্য বিজেপিকে জানাতে নির্দেশ দেয়। সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ হয়ে মামলা ফেরে সিঙ্গল বেঞ্চে। সেখানে শর্তসাপেক্ষে বিজেপি রথযাত্রার অনুমতিও পেয়ে যায়। এবার মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সেখানে রাজ্য সরকার আইন শৃঙ্খলার প্রশ্ন সামনে রেখে রথযাত্রায় অনুমতি না দেওয়ার আর্জি জানায়। শীর্ষ আদালতে গোয়েন্দা রিপোর্টও পেশ করা হয়। তারপরই মঙ্গলবার রথযাত্রায় অনুমতি দিল না সুপ্রিম কোর্ট। তবে বিজেপি রথযাত্রা না করলেও তারা মিছিল, মিটিং করতে পারবে বলেই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের এই নির্দেশ সামনে আসার পর রথযাত্রার পরিকল্পনায় দাঁড়ি পড়ল। তাই এবার বিকল্প পথের খোঁজ শুরু করেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও তেমনই কথা জানিয়েছেন। আন্দোলনকে ব্লক স্তরে পৌঁছে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk