National

অযোধ্যা মামলা পিছিয়ে গেল জানুয়ারিতে

Published by
News Desk

সোমবার থেকে অযোধ্যা মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত ৩ বিচারপতির বেঞ্চের সামনে এই মামলার শুনানি হওয়ার কথা। যার দিকে চেয়েছিলেন অনেকেই। কিন্তু সেই মামলা জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিল সুপ্রিম কোর্টের এই বেঞ্চ। আদালত এদিন জানিয়ে দেয়, অযোধ্যা মামলার শুনানি একটি উপযুক্ত বেঞ্চের সামনেই হবে। যা হবে আগামী জানুয়ারি মাসে। তবে জানুয়ারিতেও শুনানির কোনও তারিখ এদিন শীর্ষ আদালত জানায়নি।

গত ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট এই মামলায় একটি রায় দেয়। যেখানে অযোধ্যায় বাবরি মসজিদের বিতর্কিত জমি ৩ ভাগে ভাগ করা হবে। একটি ভাগ যাবে মূল মুসলিম মামলাকারীর কাছে। বাকি ২টি ভাগ যাবে নির্মোহী আখড়া ও রামলালার কাছে। কিন্তু সেই রায় মেনে নিতে না পেরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সব পক্ষ। সেই মামলার শুনানি শুরুর কথা ছিল এদিন। যা আপাতত পিছিয়ে গেল জানুয়ারিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk