National

বিজেপির আর্জি খারিজ, ভোটে হস্তক্ষেপে রাজি নয় সুপ্রিম কোর্ট

Published by
News Desk

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে যদি কারও কোনও অভিযোগ থাকে তবে তা তাঁরা রাজ্য নির্বাচন কমিশনকে জানাতে পারে। সুপ্রিম কোর্ট ভোটে কোনও হস্তক্ষেপ করবে না। বিজেপির করা আবেদনের ভিত্তিতে একথা স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। এর আগে গত মঙ্গলবার ৫ এপ্রিল রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অবাধ করার দাবি নিয়ে বিজেপি সুপ্রিম কোর্টে আবেদন জানায়। দাবি করে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন পেশ করতে দেওয়া হচ্ছে না।

তাই অনলাইনে মনোনয়ন পেশ, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন ও মনোনয়ন দাখিলের দিনক্ষণ বাড়ানোর দাবি জানিয়ে তাঁরা সুপ্রিম কোর্টে মামলা করেন। সেই মামলা এদিন খারিজ করে দিলেন বিচারপতি আর কে আগরওয়াল ও বিচারপতি অভয় মনোহর সাপ্রের ডিভিশন বেঞ্চ। বরং কোনও অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের কাছে তা জানানোর পরামর্শ দেন তাঁরা। এদিনের এই রায়কে তৃণমূল তাদের জয় হিসাবেই দেখছে। বিজেপির এতে মুখ পুড়ল বলেই তাঁদের দাবি। যদিও বিজেপি তা মানতে নারাজ।

Share
Published by
News Desk