National

যখন ২ জন প্রাপ্তবয়স্ক বিবাহ করেন, সেখানে কারও নাক গলানোর অধিকার নেই : সুপ্রিম কোর্ট

Published by
News Desk

পারিবারিক সম্মানের নামে খাপ পঞ্চায়েতের ‘হত্যালীলা’য় ইতি টেনে দিল সুপ্রিম কোর্ট। এদিন শক্তি বাহিনী নামে একটি সংগঠনের তরফে পারিবারিক সম্মান রক্ষার্থে হত্যা নিষিদ্ধ করার আবেদনের শুনানি প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, যখন ২ জন প্রাপ্তবয়স্ক বিবাহবন্ধনে আবদ্ধ হন তখন তাতে নাক গলানোর অধিকার কারও নেই। সে বাবা-মা হন বা পরিবার বা কোনও সংগঠন বা কোনও গ্রুপ, কারও এই বিয়েতে হস্তক্ষেপের অধিকার নেই। শক্তি বাহিনীর তরফে আবেদনে উল্লেখ করা হয় খাপ পঞ্চায়েত বা গ্রামের কোনও সালিশি সভা, কেউ যেন এমন কিছু না করতে পারে সে সম্বন্ধে পদক্ষেপ করুক শীর্ষ আদালত। সেই আবেদনেরই শুনানি হল এদিন।

প্রধান বিচারপতি দীপক মিশ্রের ঐতিহাসিক রায়ে কার্যত উত্তর ভারত জুড়ে পরিবারের সম্মানার্থে ভিন জাতে বা বর্ণে সদ্যবিবাহিত বা সম্পর্ক তৈরি হওয়া যুবক যুবতীকে হত্যার যে অলিখিত নিয়ম চলছিল, তাতে অনেকটাই রাশ টানা সম্ভব হল। খাপ পঞ্চায়েতের ডানাও এতে অনেকটাই ছাঁটা হল বলে মনে করছেন সকলে। যেভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এতদিন খাপ পঞ্চায়েতের নামে হত্যালীলা চলছিল তাতে অনেকটাই রাশ টানা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

Share
Published by
News Desk