National

বোতলবন্দি জলে এমআরপি-র ওপর অতিরিক্ত চার্জ নিতে পারবে হোটেল, জানাল সুপ্রিম কোর্ট

Published by
News Desk

হোটেল এবং রেস্তোরাঁর মালিকদের জন্য সুখবর। এবার থেকে তাঁরা সিল করা পানীয় জলের বোতলে লেখা দাম বা এমআরপি-র থেকে বেশি দামে তা গ্রাহকদের কাছে বিক্রি করতে পারবেন। গত মঙ্গলবার এই রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ফেডারেশন অফ হোটেল এন্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার করা লিভ পিটিশনের ভিত্তিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, হোটেল, রেস্তোরাঁ যখন সিল করা জলের বোতল গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে তখন তারা একটা পরিষেবা দিচ্ছে। ফলে তারা এমআরপি-র ওপর অতিরিক্ত চার্জ নিতে পারে।

ইতিপূর্বে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে একটি আবেদনে জানায়, জলের বোতলে ছাপা দামের চেয়ে বেশি দাম নিলে হোটেলগুলির জরিমানা এবং হাজতবাস কার্যকর হওয়া উচিত। যদিও এদিন সেই আবেদন অগ্রাহ্য করল সুপ্রিম কোর্ট। উল্টোদিকে শীর্ষ আদালতের এই রায়ের পর খানিকটা হলেও পকেটের ওপর চাপ বাড়বে রেস্টুরেন্টে যাওয়া ভোজনবিলাসীদের।

Share
Published by
News Desk