National

দেশের বাইরে ‘পদ্মাবতী’ প্রদর্শনে নিষেধাজ্ঞা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Published by
News Desk

ভারতের বাইরে পদ্মাবতী রিলিজে নিষেধাজ্ঞা জারি করার আবেদন এদিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বরং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ যাঁরা সরকারি চেয়ারে বসে আছেন তাঁদের পদ্মাবতী ইস্যুতে কথা বলা উচিত নয় বলে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আরও বলে, যখন পদ্মাবতী সিনেমাটি এখনও সেন্সর বোর্ডের বিচারাধীন, সেখানে সরকারি চেয়ারে বসে কী করে কেউ এ নিয়ে বক্তব্য রাখতে পারেন? কি করে সেন্সর বোর্ডকে এই সিনেমাকে ছাড়পত্র দেওয়া বা না দেওয়া নিয়ে নির্দেশ দিতে পারেন? এটা সেন্সর বোর্ডের দায়িত্ব যে তাঁরা কোনও সিনেমা হলে দেখানোর যোগ্য কিনা তার সিদ্ধান্ত নেবেন।

এদিকে শীর্ষ আদালত কোনও নিষেধাজ্ঞা জারি না করলেও সিনেমার প্রযোজক সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ না পদ্মাবতী ভারতে দেখানোর ছাড়পত্র পাওয়া যাচ্ছে ততদিন তারা সিনেমাটি দেশের বাইরেও রিলিজ করবে না। কারণ দেশের বাইরে একবার রিলিজ হয়ে গেলে তার পাইরেটেড ভার্সন ভারতেও ঢুকে পড়বে। যা তাদের ব্যবসার বড়সড় ক্ষতি করবে।

Share
Published by
News Desk