National

গবাদি বিধি, কেন্দ্রকে সুপ্রিম নোটিশ, ২ সপ্তাহের মধ্যে জবাবদিহি তলব

Published by
News Desk

গত ২৬ মে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক গবাদি পশু নিধন নিয়ে বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে ৬টি পশুর তালিকা দেওয়া হয়। বলা হয় এগুলিকে কাটার জন্য কোনও পশুবাজারে ক্রয় বা বিক্রয় করা যাবে না। কেন্দ্রের এই গবাধি বিধি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। হায়দরাবাদের বাসিন্দা মহম্মদ আবদুল ফাহিম কুরেশি আদালতের দ্বারস্থ হয়ে দাবি করেন, এই বিজ্ঞপ্তি স্বাধীন ধর্মাচরণ ও স্বাধীন জীবনযাপনের পরিপন্থী। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দুটি আবেদন জমা পড়ে। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের ২ বিচারপতি এস এস কউল ও বিচারপতি আরকে আগরওয়াল কেন্দ্রের কাছে এ বিষয়ে জবাব চেয়ে নোটিশ জারি করেছেন। ২ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে উত্তর দিতে হবে।

 

Share
Published by
News Desk