National

বাবরি মামলায় বড় ধাক্কা খেলেন আডবাণী, ‌যোশী, উমা

Published by
News Desk

লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর ‌যোশী ও উমা ভারতীর বিরুদ্ধে অপরাধমূলক চক্রান্তে জড়িত থাকার অভিযোগে বিচার শুরু হবে। সিবিআইয়ের একটি আবেদনের ভিত্তিতে এদিন এমনই জানাল সুপ্রিম কোর্ট। ফলে বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন বিজেপির এই ৩ পোড় খাওয়া নেতা। বাবরি মসজিদ ধ্বংস করতে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে এই ৩ নেতার বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের রায় জানার পরও অবশ্য উমা ভারতী সাফ জানিয়েছেন, রামমন্দিরের জন্য তাঁকে ‌যদি ফাঁসিতেও ঝুলতে হয় তাহলে তিনি গর্বিত অনুভব করবেন।

 

Share
Published by
News Desk